হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি, সিলেটে ইনকিলাব মঞ্চের প্রতিরোধ সমাবেশ

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪২ পিএম
হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি, সিলেটে ইনকিলাব মঞ্চের প্রতিরোধ সমাবেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনার প্রতিবাদে সিলেটে এক সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিরোধ সমাবেশে রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনেরর সড়কে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর প্রতিবাদে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এমন সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত, সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে দিচ্ছে। এবং এই সুযোগ নিয়ে দেশে অস্থিতিশিল করার চেষ্টা করছে। যা বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি। যদি প্রতিবেশী রাষ্ট্র বন্ধুত্বসুলভ আচরণ না করে তবে বাংলাশের জনগন এর শক্ত প্রতিরোধ গড়ে তুলবে।

বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে এই বন্ধুত্বের আড়ালে কোনোভাবেই অপরাধীদের আশ্রয় দেওয়া বা সন্ত্রাসী কার্যক্রমে সহায়তা করা গ্রহণযোগ্য নয়। তারা জোর দিয়ে বলেন, পালিয়ে যাওয়া ও আশ্রিত অপরাধীদের দ্রুত বাংলাদেশের কাছে ফেরত পাঠাতে হবে এবং এ বিষয়ে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নীতিমালা অনুসরণ করতে হবে।

বক্তব্য রাখেন সিলেট বিভাগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাংগঠনিক সম্পাদক এতেশামুল হক, শাবিপ্রবি’র সাবেক সমন্বয়ক ফয়সল হুসাইন, গণধিকার পরিষদ নেতা আব্দুল আল মামুন সুজন,  ইসলামী ছাত্র মজলিস  সিলেট মহানগর ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক আব্দুল বাসিত, আপ বাংলাদেশ সিলেট মহানগর আহবায়ক রাশেদুল করিম খোকন, এবি পার্টি কেন্দ্রীয় সদস্য তানজিল নাফি, সমাপনী বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চ এর মোঃ মহররম, পরিচালনায় মোস্তাফিজুর রহমান। জিয়াদুল ইসলাম মনি, রেজাউল করিম সুয়েব, রিজওয়ানুল বারী, মাহবুবুর রহমান মান্না, ওয়াফি, মুদ্রা, বুশরা,শাহেদ আলি প্রমুখ।

সমাবেশে ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, শরিফ ওসমান হাদির ওপর হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনা শুধু একজন হদীর উপর হামলা নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারকে সরাসরি হুমকির শামিল। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে এবং এর পেছনে একটি স্বার্থান্বেষী মহল জড়িত থাকতে পারে।

নেতৃবৃন্দ আরও বলেন, এখনো পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনমনে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার পর থেকেই বিভিন্ন মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনার দ্রুত বিচার দাবি করে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। এরই ধারাবাহিকতায় ইরিকিলার মঞ্চ এ প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে।

আপনার জেলার সংবাদ পড়তে