ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে সর্বপ্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল। তিনি জেলা জামায়াতে ইসলামীর মজলিসের শুরা সদস্য ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪ টায় গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন এর কাছ থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, শ্রমিক কল্যাণ নেতা তানভীর আহমেদ খলিল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এডভোকেট আতিকুর রহমান হিরা, আরিফুল হক ও মোফাজ্জল আনসারীসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।