সাতক্ষীরায় সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ে সভা

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৬ পিএম
সাতক্ষীরায় সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ে সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণবিধি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট করে জানানো হয়। একই সঙ্গে ভোটারদের নিরাপত্তা, প্রার্থীদের সমান সুযোগ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রস্তুতির কথাও তুলে ধরা হয়।

সভায় উপস্থিত সম্ভাব্য প্রার্থীরা তাঁদের মতামত তুলে ধরেন এবং নির্বাচনকালীন সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা, উসকানি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। 

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মিস আফরোজা আক্তার। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

সভায় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রধানগণ অংশগ্রহণ করেন।

এছাড়া সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) বিএনপি মনোনীত হাবিবুল ইসলাম হাবিব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যক্ষ ইজ্জতউল্যাহ।

সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাদ্দিস আব্দুল খালেক, এনসিপির কামরুজ্জামান বুলু। সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে

বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রবিউল বাশার, সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে

বিএনপি মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজী নজরুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাজী মনির। এসময় জেলা বিএনপির আহ্বায়ক রাহমতউল্যাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।