প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় জেন্ডার সমস্যা সমাধানের বিষয়ে কর্মশালা

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৮ পিএম
প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় জেন্ডার সমস্যা সমাধানের বিষয়ে কর্মশালা

টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় জেন্ডার সমস্যা সমাধানের বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ই ডিসেম্বর সোমবার ইউএনডিপি এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা আয়োজিত দি কোকাকোলা ফাউন্ডেশন এর অর্থায়নে প্লাস্টিকস সার্কুলারিটি প্রোজেক্ট এর আওতায় "প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় জেন্ডার সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা" টাঙ্গাইল পৌরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। 

টাঙ্গাইল পৌরসভার সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আনিসুর রহমান এর সভাপতিত্বে পৌরসভার কর্মকর্তা বৃন্দ, ইউএনডিপির প্রতিনিধি, ইপসা টিম, স্থানীয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এবং প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট ওয়েস্ট পিকার, স্ক্রাপ ডিলার, রিসাইকেলার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত ওয়ার্কশপে ইউএনডিপির প্রতিনিধি প্লাস্টিক সার্কুলারিটি প্রজেক্ট সম্পর্কে ভূমিকা প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এরপর ইপসার প্রতিনিধি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট এর বর্তমান পরিস্থিতি, চলমান কার্যক্রম এবং অতীত অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া ইউএনডিপির প্রতিনিধি জেন্ডার সংশ্লিষ্ট বিষয়ের সাথে স্বাস্থ্য, নিরাপত্তা এবং ইনক্লুশন এর বিষয়গুলো বিস্তারিত প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনা করেন। 

এরপর ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের মধ্যে মুক্ত আলোচনা বিনিময় হয়। সবাই বিভিন্ন ধরনের প্রশ্ন, অভিজ্ঞতা, দিকনির্দেশনা এবং করণীয় সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এই প্রজেক্টে তার সহযোগিতার কথা তুলে ধরেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।

আপনার জেলার সংবাদ পড়তে