কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের এপিএই অপারেটর (মাইক অপারেটর) শান্ত রায়কে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ। রোববার(১৪ডিসেম্বর) গভীর রাতে রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের ছুটু গ্রামের নিজ বাড়ি থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের মুকুল চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ সূত্র জানায়, রাজারহাট উপজেলা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শান্ত রায়ের বিরুদ্ধে দায়ের করা নাশকতার মামলায় গ্রেফতার করা হয়। সোমবার(১৫ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জেলা তথ্য অফিসের কর্মকর্তারা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, শান্ত রায় দীর্ঘদিন ধরে তথ্য অফিসে এপিএই অপারেটর (মাইক অপারেটর) হিসাবে কর্মরর্ত রয়েছেন।
অন্য দিকে একই মামলার মকবুল হোসেন নামের অপর আরেকজনকেও গ্রেফতার করেছে পুলিশ। তিনির চাকিরপশার ইউনিয়নের তালুক আষাঢ়ু গ্রামের সাবের উদ্দিনের ছেলে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় শান্তসহ দুইজনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এসব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।