সিংড়ায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৮ পিএম
সিংড়ায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

নাটোরের সিংড়ায় মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনার আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন ইউএনও এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। বক্তব্য রাখেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.স.ম আব্দুর নূর, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, বিএডিসি (ক্ষুদ্রসেচ) কর্মকর্তা মনিক রতন প্রমূখ। অনুষ্ঠানে বিজয় দিবসের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত।

আপনার জেলার সংবাদ পড়তে