ইন্দুরকানীতে মহান বিজয় দিবস পালিত

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৮ পিএম
ইন্দুরকানীতে মহান বিজয় দিবস পালিত

পিরোজপুরের ইন্দুরকানীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ইন্দুরকানী উপজেলা পরিষদ চত্বরে ৩১বার তোপ ধ্বনির মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমান। 

পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, ইন্দুরকানী থানা পুলিশ, উপজেলা বিএনপি, রিপোর্টার্স ইউনিটি, প্রেসক্লাব, সরকারী দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, বে-সরকারী সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

মহান বিজয় দিবসের দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে কুচকাওয়াজ ও উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ৭১এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলী হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: ননী গোপাল রায়, কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,  মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শিমুল বড়াল,

প্রাণী সম্পদ কর্মকর্তা মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট সভাপতি আ: হাই মীর, বিআরডিবি সভাপতি মোঃ ফয়জুল কবির তালুকদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খান মোঃ নাসির উদ্দীন, জুলাই যোদ্ধা এ্যাডভোকেট নুপুর আখতার, ছাত্র প্রতিনিধি লুলু আর মারজান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে