সিংড়ায় প্রশাসনের মহান বিজয় দিবস পালিত

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৩ পিএম
সিংড়ায় প্রশাসনের মহান বিজয় দিবস পালিত

নাটোরের সিংড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি, সকল সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭ টায় মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধে উপজেলা পরিষদ, প্রশাসন, পৌরসভা, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং কলম ও হাতিয়ান্দহ গণকবরে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। 

পরে উপজেলা কোর্ট মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত ও সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.স.ম আব্দুর নূর। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, বিএডিসি (ক্ষুদ্রসেচ) কর্মকর্তা মনিক রতন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ইউএনও আব্দুল্লাহ আল রিফাত ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।