ভেড়ামারায় মহান বিজয় দিবস পালন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৫ পিএম
ভেড়ামারায় মহান বিজয় দিবস পালন

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। এরপর উপজেলা চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে প্ষ্পুস্তবক অর্পনের পর সকাল ৮টায় বীরমুক্তিযোদ্ধাদের বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পন করা হয়। সকাল ৯টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশু শিক্ষার্থীরা শারিরিক কসরত এবং কুচকাওয়াজ প্রদর্শন করেন। সকাল ১১টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এসব অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান, অফিসার ইনচার্জ তদন্ত রাকিবুল ইসলাম সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।