মহান বিজয় দিবসে সুনামগঞ্জ জেলা বিএনপির বিজয় র‍্যালি

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৯ পিএম
মহান বিজয় দিবসে সুনামগঞ্জ জেলা বিএনপির বিজয় র‍্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে জামাইপাড়া, কালীবাড়ি ও ট্রাফিক পয়েন্ট প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার/স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (সদস্য সচিব পদমর্যাদা) এডভোকেট আব্দুল হক, এডভোকেট শেরেনুর আলী, এডভোকেট জিয়াউর রহিম শাহীনসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‍্যালিতে মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে