বরিশালে ছাত্রলীগ নেতা তারেক গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৯ পিএম
বরিশালে ছাত্রলীগ নেতা তারেক গ্রেপ্তার

বরিশাল নগরীর স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের ঝটিকা অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তারেক ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত তারেক কেডিসি এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে।

জানা গেছে, সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির একটি অভিযানিক দল কেডিসি এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করেন। এসময় ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তারেক ইসলামকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মো. নাসিম জানিয়েছেন-গ্রেপ্তারকৃত তারেক ইসলামের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙচুরসহ তিনটি মামলা রয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম জানিয়েছেন-বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন হামলা ও বিএনপির অফিস ভাংচুরসহ তিনটি মামলার আসামি তারেক ইসলামকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।