নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে পুস্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, ওসি আব্দুস ছালাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আলী আকবর, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা ও প্রভাষক আব্দুল আলীম উপস্থিত ছিলেন।