কৃষি বিভাগের অনিয়মের সংবাদ প্রকাশ করায় আমন্ত্রণ পেলেন না সাংবাদিকরা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৪ পিএম | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৩ পিএম
কৃষি বিভাগের অনিয়মের সংবাদ প্রকাশ করায় আমন্ত্রণ পেলেন না সাংবাদিকরা

পাবনার চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনিয়মের সংবাদ প্রকাশ করার জের ধরে কৃষি বিভাগের কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে এবার আমন্ত্রণ পেলেন না চাটমোহর প্রেসক্লাবের সভাপতিসহ অন্যরা। তবে কৃষি বিভাগের আজ্ঞাবহ দু’একজন সাংবাদিক নাকি হাজির ছিলেন। 

সোমবার (১৫ ডিসেম্বর) চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হাইব্রিড ও উফশী ধানের বীজসহ সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিস চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। উপজেলার ২০০ জন কৃষকের মাঝে হাইব্রিড বোরো ধান ও ৭০০ জন কৃষকের মাঝে উফশী বোনো ধানের বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। বরাবরের মতো এবারও প্রকৃত প্রান্তিক কৃষকের হাতে পৌঁছেনি বিনামূল্যের বীজ ও সার-এমন অভিযোগ রয়েছে। 

সম্প্রতি বিনামূল্যে কয়েক প্রকার ফসলের বীজ ও সার বিতরণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির আশ্রয় নেয় কৃষি বিভাগ। এসকল বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি দূর্নীতির বিষয়টি তুলে ধরেন। পরে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সচিত্র সংবাদও প্রকাশ হয়। যার ফলশ্রুতিতে এবার সরকারের কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে চাটমোহর প্রেসক্লাবের সভাপতিসহ অন্যদের আমন্ত্রণ জানানো হয়নি বলে একাধিক সূত্র জানায়।

একাধিক সূত্র মতে চাটমোহর উপজেলা কৃষি অফিসে একাধিক কর্মকর্তা দীর্ঘদিন ধরে আছেন। তারাই নাকি সবকিছু নিয়ন্ত্রণ করেন। বিশেষ করে বিভিন্ন প্রশিক্ষণ,ফলোআপের বীজ বিতরণসহ বিভিন্ন প্রকল্পে ও কর্মসূচিতে নয়ছয় করা হচ্ছে। প্রশিক্ষণ পান না প্রকৃতজন। কৃষি অফিসের দু’একজন বক্তি তাদের উচ্ছেমতো লোকজনকে প্রশিক্ষণে নিয়ে আসেন। তাদের পিছণে ব্যয় করা হয় সরকারি অর্থ। তাছাড়া গোটা উপজেলায় এখন অধিক দামে রাসায়নিক সার বিক্রি করা হচ্ছে। এই সার দূর্নীতির নিয়ন্ত্রণও করছে কৃষি বিভাগের কতিপয় কর্মকর্তা।

আপনার জেলার সংবাদ পড়তে