রাজশাহী-২ সদর আসনে

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ড. ফজলুল করিম

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:০৫ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ড. ফজলুল করিম
রাজশাহী-২ সদর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে ড. মো. ফজলুল করিমের নাম ঘোষণা করা হয়েছে। দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) তাঁর হাতে দলের প্রতীক ও মনোনয়ন ফরম তুলে দেন। মনোনয়ন প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমদ, দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এবং সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। দলীয় সূত্র জানায়, রাজশাহী-২ আসনে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ড. মো. ফজলুল করিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিল্পপতি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। মনোনয়ন গ্রহণের পর প্রতিক্রিয়ায় ড. মো. ফজলুল করিম বলেন, জনগণের অধিকার আদায়, সুশাসন প্রতিষ্ঠা এবং নৈতিক রাজনীতির চর্চায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এ সময় তিনি রাজশাহী-২ আসনের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
আপনার জেলার সংবাদ পড়তে