মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ডি.বি. গার্লস হাই স্কুলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের গর্ব ও অহংকার। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে, যেন তারা ভবিষ্যতে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান ও আবৃত্তি পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনায় মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত সহকারি প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সিনিয়র সহকারি শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ, শামীমা আক্তার, অরুণ কুমার মন্ডল, আজহারুল ইসলাম, মৃনাল কুমার বিশ্বাস, খালেদা খাতুন, আসমাতারা জাহান, গীতা রানী সাহা, কনক কুমার ঘোষ, ভানুবতী সরকার, হারুন অর রশিদ, ভৈরব চন্দ্র পাল, দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, লুৎফর রহমান, লুৎফুন নাহার। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তাহিরা আক্তার মিম, ঝিলিক সরকার, সাবরিন সুলতানা, তিশা আফসানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম।