স্বাধীনতাকে অর্থবহ করতে চাঁদাবাজ মুক্ত করতে হবে : মুফতী আবুল খায়ের

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৪ পিএম
স্বাধীনতাকে অর্থবহ করতে চাঁদাবাজ মুক্ত করতে হবে : মুফতী আবুল খায়ের

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও বরিশাল-৪ (হিজলা, মেহেন্দিগঞ্জ, কাজিরহাট) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের বলেছেন, স্বাধীনতাকে অর্থবহ করতে চাঁদাবাজ ও দখলদার মুক্ত করতে হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার মেহেন্দিগঞ্জের মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ মাঠ প্রাঙ্গনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিজয় র‍্যালির পূর্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন-সাম্য মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীনতা সংগ্রাম অনুষ্ঠিত হয়েছিল। বিজয়ের ৫৪ বছর পরেও এ দেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত। স্বাধীনতার পর থেকে দেশে বার বার ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু চাঁদাবাজ, দখলদারদের কারনে আজো স্বাধীনতা অর্থবহ হয়নি। তাই এদেশ থেকে চাঁদাবাজ ও দখলদার মুক্ত করতে হবে। এজন্য ইসলামকে আগামী নির্বাচনে নির্বাচিত করতে হবে।

অপরদিকে একইদিন মুলাদী উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা শাখার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালির পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ মুলাদী) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম বলেছেন-স্বাধীনতাকে অর্থবহ শোষণ বঞ্চনা মুক্ত করতে হলে সর্বত্র আল্লাহভীরু নেতাকে নির্বাচিত করতে হবে।

এছাড়াও বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বিজয় র‍্যালির পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের। উভয়স্থানে আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।