অসুস্থ খালেদা জিয়ার জন্য দোয়া দৌলতখান বিএনপি'র

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৫ পিএম
অসুস্থ খালেদা জিয়ার জন্য দোয়া দৌলতখান বিএনপি'র

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান মিয়া, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি গোলাম কবির স্বপন, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, দপ্তর সম্পাদক জসীমউদ্দিন মাস্টার, বিএনপি নেতা নাজিম উদ্দিন হাওলাদার, পুৌর বিএনপির সহ  সহ-সভাপতি আবুল বশির কমিশনার, যুগ্ম সম্পাদক জাকির হোসেন বাবুল, যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা সালাউদ্দিন।  উপস্থিত নেতাকর্মীরা মহান আল্লাহর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করেন।