রাজশাহী পুঠিয়ায় ঝলমলিয়া বাজারে গতকাল সোমবার গভীর রাতে সিসিটিভি ক্যামেরার সংযোগ কেটে দিয়ে ইলেকট্রনিক্সের দোকানে চুরি করার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে,ঝলমলিয়া বাজারের মুনতাহা ইলেকট্রনিক্সের দোকান দীর্ঘদিন ধরে সিসিটিভি ক্যামেরার আওতায় বিভিন্ন রকম ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা সুনামের সঙ্গে পরিচালনা করে আসছে। গতকাল সোমবার গভীর রাতে একটি সঙ্গবদ্ধ চোরেরা দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার সংযোগ কেটে দিয়ে ৮টি ৩২” টিভি, ৪টি রাইছ কুকার, ১টি নেট অলেন্টি মেশিন ও দোকানে থাকা নগদ ৮ লাখটাকা চুরি করে নিয়ে যাই। ক্যামেরা সংযোগ কাটার পুর্ব মুহুর্তে চোরদের মুখোশ পরা অবস্থায় দেখা গিয়েছে। মুনতাহা ইলেকট্রনিক্সের মালিক ব্যবসায়ী নাজমুল ইসলাম বলেন, গত সোমবার এবং মঙ্গলবার আমার দোকানে হালখাতা ছিল। সেই জন্য দোকানে আমি নগদ টাকা রেখে ছিলাম। সে আরো বলেন, আমার মটরসাইকেলের ব্যবসা করার জন্য অনেক সময়ে দোকানে টাকা থাকে। ঝলমলিয়া বাজারের গিয়াস উদ্দিন নামের ব্যবসায়ী বলেন, অতীতেও কয়েকবার বড় ধরণের বাজারে চুরি হয়ে ছিল। এখন পর্যন্ত চোরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কোনোরুপ আইনী ব্যবস্থা গ্রহন করা হয়নি। এ কারণে ঝলমলিয়া বাজারে বার বার চুরির ঘটনা ঘটেই চলেছে। এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আমরা একটি চুরির অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে তদন্তের কাজ চলছে।