চিকিৎসক সংকটে স্বাস্থ্য সেবা ব্যাহত : নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৫:০৮ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৫:০৮ পিএম
চিকিৎসক সংকটে স্বাস্থ্য সেবা ব্যাহত : নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বরিশাল জেলার উত্তর জনপদের সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সেবা প্রদানকারী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট দেখা দিয়েছে। এতে উপজেলার দুই লক্ষাধিক মানুষের স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন যাবত কনসালটেন্ট ও পর্যাপ্ত চিকিৎসক না থাকায় সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে গৌরনদীসহ পাশ্ববর্তী উপজেলার বাসিন্দারা।

ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তীস্থানে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থান হওয়ায় প্রতিদিন এ হাসপাতালে গৌরনদী উপজেলা ছাড়াও নিকটবর্তী উজিরপুর, বাবুগঞ্জ, মুলাদী, আগৈলঝাড়া, কালকিনি ও ডাসার উপজেলার অধিকাংশ বাসিন্দারা এখানে জরুরি চিকিৎসা সেবা নিতে আসেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে কনসালটেন্ট ১০টি, মেডিক্যাল অফিসার ১৬টি এবং একটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ রয়েছে। এরমধ্যে কনসালটেন্ট এবং ডেন্টাল সার্জন পদ দীর্ঘদিন যাবত শুন্য রয়েছে। মেডিক্যাল অফিসারের পদ ১৬টি থাকলেও ১১ জন কর্মরত রয়েছেন। এই স্বল্প সংখ্যক চিকিৎসক দিয়েই প্রতিদিন শত শত রোগীদের চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানিয়েছেন, ভৌগোলিক অবস্থানের দিক থেকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আশপাশের ছয়টি উপজেলার কেন্দ্রস্থলে রয়েছে। যে কারনে এ স্বাস্থ্য কমপ্লেক্সে সব সময় জরুরি চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের চাঁপ বেশি থাকে। প্রতিদিনই পার্শ্ববর্তী মুলাদী, কালকিনি, ডাসার, আগৈলঝাড়া, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার একাংশের রোগীরা হাসপাতালের আউটডোর কিংবা ইনডোরে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। চিকিৎসক কম থাকার কারনে স্বাস্থ্য সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। 

স্থানীয়রা আরো জানিয়েছেন, দূর্ঘটনা প্রবন ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায়ই সড়ক দূর্ঘটনা লেগে থাকে। যে কারনে জরুরি বিভাগে প্রায়ই রোগীদের চাঁপ বেশি থাকে। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় দূর্ঘটনায় আহত কিংবা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে যেতে হয়। এতে অনেক রোগী বরিশাল পৌঁছানোর আগেই পথিমধ্যে মারা যায়।

নষ্ট হচ্ছে যন্ত্রপাতি \ দীর্ঘদিন যাবত হাসপাতালের ডেন্টাল সার্জন না থাকায় হাসপাতালেই নষ্ট হয়ে যাচ্ছে দামী সব যন্ত্রপাতি। এছাড়াও হাসপাতালের আট্রাসনোগ্রাম মেশিন দীর্ঘদিন যাবত বিকল অবস্থায় পরে রয়েছে। তবে ইতোমধ্যে মেশিনটি মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অপরদিকে দীর্ঘ এক বছরেরও অধিক সময় যাবত হাসপাতালে কোন অপারেশন না হওয়ায় অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি অচলাবস্থায় রয়েছে। 

চিকিৎসক সংকটের বিষয়টি স্বীকার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তৌকির আহমেদ বলেন, আমরা স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়েই এলাকার মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছি। চিকিৎসক সংকটের বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম জানিয়েছেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ ব্যাপারে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, দেশে চিকিৎসক সংকট রয়েছে। এরমধ্যে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি। যে কারনে সরকার দ্রুতগতিকে একটা বিসিএস পরীক্ষা সম্পন্ন করেছে। আমরা আশা করছি সেখান থেকে ভাল সংখ্যক চিকিৎসক বরিশাল বিভাগের জন্য সরকার দিবেন। সেক্ষেত্রে মনে হয় বরিশাল বিভাগে চিকিৎসক সংকট থাকবেনা। নষ্ট যন্ত্রপাতিগুলো মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।