নওগাঁর আত্রাই এবং রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে একজন ইউপি মেম্বারসহ আওয়ামীলীগের তিনজন নেতাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার আত্রাইয়ে বিজয় দিবসে আওয়ামীলীগ/ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলকে ঘিরে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় দুইজন এবং রাণীনগরে বিস্ফোরক মামলায় একজন আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানাপুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জয়সারা গ্রামের পরেশ উল্লার ছেলে আওয়ামীলীগের সক্রিয় সদস্য এবং পাচুঁপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার মুকুল হোসেন (৫০) কে গ্রেফতার করা হয়। এছাড়া একই রাতে উপজেলার নওদা পাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের ইব্রাহিম আলীর ছেলে ইসমাইল হোসেন (৪৮) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইসমাইল আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে। তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন,মঙ্গলবার বিকেলে উপজেলার বান্দাইঘাড়া ব্রীজ এলাকায় আওয়ামীলীগ/নিষিদ্ধ ছাত্রলীগ বিজয় মিছিল করে। এঘটনায় ওই রাতেই সন্ত্রাস বিরোধী আইনে পুলিশের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।
অপর দিকে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান,গত বছরের আগস্টে রাণীনগর উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা,ককটেল বিস্ফোরণ,ভাংচুর ও অগ্নিকান্ডের অভিযোগে দায়েরকৃত মামলায় সখিমদ্দীন (৬২) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সখিমদ্দীন উপজেলার চরকানাই গ্রামের ফাদিল হোসেনের ছেলে এবং সে মিরাট ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। তাকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।