কক্সবাজারের ঈদগাঁওতে গতকাল (১৬ ডিসেম্বর ) যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ঈদগাঁও মিনি স্টেডিয়ামে নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে ছিল মাসপাস, ডিস-প্লে, কুচকাওয়াজ, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সম্বর্ধিত করণ ও পুরস্কার বিতরণ। কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির ও ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএন সিফাতুল মাজদার।
এতে ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ (জনি), পোকখালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান ভূঁইয়া, যুব উন্নয়ন অফিসার মোঃ ইলিয়াস মিয়া,
সমবায় কর্মকর্তা মোহাম্মদ দিদারুল ইসলাম , একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোঃ মহি উদ্দিন, সহকারী উপ- প্রকৌশলী (জনস্বাস্থ্য) মাহমুদুল হাসান, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খরশীদুল জন্নাত, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক শহিদুল হক সংশ্লিস্টরা, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনসহ উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের মেম্বার, জীবিত মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মরহুম মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও অংশ নেন স্বাস্থ্য সহকারী এনামুল হক, মায়মুন অল রশিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ ছিলেন। শেষে কুচকাওয়াজ ও ডিস-প্লে ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গকে ফুল দিয়ে বরণ ও নগদ অর্থ প্রদান করা হয়। এদিকে বিজয় দিবস উপলক্ষ্যে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী মেলা বুধবার রাত আটটায় শেষ হবে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মেলা আয়োজন করেছে উপজেলা প্রশাসন, ঈদগাঁও। সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোস্তাফিজুর রহমান ও মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী।
অন্য কর্মসূচিতে ছিলে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, জাতীয় পতাকা উত্তোলন, প্রীতি ফুটবল ম্যাচ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা ও বিশেষ মোনাজাত, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা , পুরস্কার বিতরণ ও বিজয় মেলা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। মহান বিজয় দিবস উপলক্ষে ঈদগাঁও উপজেলার সর্বস্তরের জনগণকে জানাই বিজয়ের শুভেচ্ছা।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ বলেন, গৌরবোজ্জ্বল ও আনন্দের এ দিনে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি সকল বীর শহীদ, বীর মুক্তিযোদ্ধা, নিপীড়িত মা-বোন এবং মুক্তিকামি সর্বস্তরের জনগণকে। যাদের অদম্য সাহস আর আত্মত্যাগে অর্জিত হয় আমাদের স্বাধীনতা।
স্থানীয় ওলামা- মাশায়েখ পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, বুধবার রাতের মধ্যে যদি বিজয় মেলা গুটিয়ে না ফেলা হয় এবং বিদ্যুতের লাইন অফ করা না হয় তাহলে তারা বসে থাকবেন না।