জামিনে মুক্ত হয়ে বাদীকে হত্যার হুমকির অভিযোগ

এফএনএস (ফয়সাল মাহমুদ; চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৫, ০৩:০৫ পিএম
জামিনে মুক্ত হয়ে বাদীকে হত্যার হুমকির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে জমির বিরোধে জোড়াখুনের মামলার আসামিরা জামিনে ছাড়া পেয়ে বাদী ও তার পরিবারকে আবারও হত্যা হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার স্থানীয় টাউনক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মামলা বাদী রাশিদা খাতুন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২০ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেগপুরে আব্দুস সাত্তার ও তোবজুল ইসলাম নামে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় আব্দুস সাত্তারের মেয়ে রাশিদা খাতুন বাদী হয়ে ৬৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৬০-৭০ জনের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করলেও পরবর্তীতে ৫ জন আদালতে জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন। এরপর মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে হত্যার হুমকি দেয়া হচ্ছে। এমনকি নিহত পরিবারগুলোর দখলে থাকা জমি হত্যাকারীরা দখল নেয়া চেষ্টা করছেন। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় গত ৪ জানুয়ারি একটি সাধারণ ডায়েরি করেছেন রাশিদা খাতুন। 

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেরালেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করছে না। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার ও হতাহতদের পরিবারের নিরাপত্তার দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নিহত আব্দুস সাত্তারের স্ত্রী সালেমা খাতুন, ছেলে সাফিউর রহমান, নিহত তোবজুলের স্ত্রী রাজিয়া খাতুন, আসগর আলীসহ অন্যরা।