নড়াইলের ২টি আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

এফএনএস (ফরহাদ ফেরদৌস; নড়াইল) : | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩০ পিএম
নড়াইলের ২টি আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নড়াইলের দু’টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. আবদুল ছালামের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-জেলা নির্বাচন অফিসার আব্দুস ছালেক।

নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হলেন-সংগঠনের জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার এবং নড়াইল-২ আসনে মনোনীত প্রার্থী জেলা আমির আতাউর রহমান বাচ্চু।

তাদের জন্য মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন-জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জমিরুল হক টুটুল, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান, কালিয়া উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম, নড়াইল পৌর আমির জাকির হোসেন, জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহানসহ অনেকে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রাথীদের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। এছাড়া প্রচারণা শুরু ২২ জানুয়ারি, প্রচার কার্যক্রম শেষ ১০ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।

আপনার জেলার সংবাদ পড়তে