সুজানগরে মহান বিজয় দিবস উদযাপন

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪১ পিএম
সুজানগরে মহান বিজয় দিবস উদযাপন

পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে গত মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ওইদিন সূর্যোদয়ের পর পর সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ এবং সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ একই মাঠে জাতীয় পতাকা উত্তোলনের পর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে তথা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আনুষ্ঠানিকভাকে দিবসটির সূচনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান এবং সুজানগর থানার অফিসার ইচার্জ মোঃ ফইম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পর একই মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজয় দিবসের আলোকে ডিসপ্লে প্রদর্শন করে। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ ফইম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আজম আলী বিশ্বাস, সুজানগর পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ কোমাল হোসেন বিশ্বাস ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন প্রমুখ। এছাড়া দিবসটি পালন উপলক্ষে উপজেলা চত্বরে দিনভর বিজয় মেলা অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে