দিনাজপুরের হিলিতে প্রতিবন্ধী ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষনের অভিযোগ উঠেছে একই এলাকার জামাই মোস্তাকের বিরুদ্ধে। অভিযুক্ত মোস্তাক উপজেলার নন্দিপুর গ্রামের মৃত আব্দুল মনার ছেলে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার হরেকৃষ্টপুর গ্রামে এই ঘটনা ঘটে। মোস্তাক হরেকৃষ্টপুর গ্রামের আক্কাস আলীর জামাই।
ভুক্তভোগীর পিতামাতা অভিযোগ করে বলেন,তার মেয়ে নানির বাড়িতে যায় বিকালে। সেই সময় তার মা নাতিতে রেখে মাঠে গরু নিতে যায়।এমন সময় অভিযুক্ত মোস্তাক সেই বাড়িতে গাভির দুধ নিতে যায়। বাড়িতে কেউ না থাকায় সুযোগ পেয়ে জোরপুর্বক আমার মেয়েকে ধর্ষন করেন। আমি এর বিচার চাই।
তিনি আরও বলেন, অভিযুক্ত মোস্তাক তার শশুর বাড়িতে থেকে কৃষি কাজ করেন।
ভুক্তভোগীর নানি বলেন, আমি আমার নাতিকে বাসায় রেখে মাঠে গরু নেওয়ার জন্য গেছিলাম। সেই সময় মোস্তাক আমার বাড়িতে গাভির দুধ নিতে এসে বাসায় কেউ না থাকার কারনে জোর জুলম করে আমার প্রতিবন্ধী নাতিকে ধর্ষন করে আমি নিজেই তাকে হাতেনাতে ধরি। এসময় পার্শবর্তী মইনুল এসে তাকে ছারিয়ে নেয় এবং তাকে পালাতে সাহায্য করে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
এবিষয়ে অভিযুক্ত মোস্তাকের সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে সে তার ছেলের হাতে ফোন ধরিয়ে দেয়। এছাড়াও তার সাথে কথা বলতে তার নিজ বাড়িতে গেলে তাকে পাওয়া যায় না। তার স্ত্রীর সাথে কথা বললে তার বিষয়ে জানতে চাইলেও তিনি কিছু বলেন না।
এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, ভুক্তভোগীর পরিবার আমাকে বিষয়টি জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আইনশৃঙ্খলা মিটিংয়ে আছে সেখান থেকে আসলে আমি তাকে নিয়ে ঘটনাস্থলে যাব।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, এবিষয়ে ভুক্তভোগীরা থানায় এসেছেন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।