ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শীর্ষক মতবিনিময় সভায় যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, বিগত ১৬ বছরে নির্বাচনকালীন সময়ে যারা দায়িত্ব পালন করেছেন সেই সকল দায়িত্ব পালনের অভিজ্ঞতা মেমোরি থেকে ডিলিট করে ফেলুন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিশ্বের নিকট হবে একটি মাইল ফলক। বর্তমান সরকার এবং তার প্রশাসন সেই ব্রত নিয়েই নির্বাচনী কার্যক্রম সুন্দরভাবে সম্পন্নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
গতকাল (১৮ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলা হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
ঝিকরগাছা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন।
মত বিনিময় সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাস্টার মাওলানা আব্দুল আলিম, সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপির দপ্তর সম্পাদক মাস্টার ইসমাইল হোসেন সোহাগ, জাতীয় পার্টির সভাপতি রেজাউল হোসেন, অধ্যক্ষ আহসানুর রহমান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইলিয়াস উদ্দীন, অধ্যক্ষ শামসুর রহমান, অধ্যক্ষ দীন মোহাম্মদ, প্রধান শিক্ষক আব্দুস সামাদ, শিক্ষক পলাশ হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম ও তরিকুল ইসলাম, কেন্দ্রীয় মসজিদের ইমাম আকবর হোসাইন, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি দুলাল অধিকারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আঁখি খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রশিদ, কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল।