গাজীপুরের কাপাসিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৫ ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। ‘'দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ'’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় কাপাসিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ আব্দুল মোত্তালিব সভাপতিত্ব করেন। আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। প্রধান অতিথির প্রতিনিধি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, ইসলামী ব্যাংক কাপাসিয়া শাখার ব্যবস্থাপক মোঃ নূরুজ্জামান প্রমুখ। প্রবাস ফেরত বিভিন্ন নারী-পুরুষ তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন। বিদেশে চাকরি নিয়ে যাবার আগে সবাইকেই প্রশিক্ষণ নিয়ে যাবার জন্য তাগাদা দেয়া হয়। যথাযথ মাধ্যম ছাড়া কেউ যেন বিদেশে না যায়, এব্যাপারে সবাইকে সতর্ক করে দেয়া হয়। যে কোন প্রয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতা নেয়ার পরামর্শ দেয়া হয়।