কচুয়ায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সভা

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৭ পিএম
কচুয়ায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সভা

"দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ " এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে রেলি  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৮ ডিসেম্বর বেলা ১২ টায় রেলি শেষে  উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজলা নির্বাহী অফিসার মো: আলি হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ আসিফ হায়দার,উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা রবিন্দ্র নাথ মন্ডল,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান ঈমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকবর হোসেন,আইসিটি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন রাসেল, প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সভাপতি তুহিন খান, বিএমএসএস এর সভাপতি মোঃ তারিকুল ইসলাম, ক্রিয়া সংস্থার সদস্য শেখ সুজন সহ অনেকে। 

আপনার জেলার সংবাদ পড়তে