কচুয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনের বিধি বিধান সংক্রান্ত এক আলোচনা সভা উপজেলা প্রশাসন কক্ষে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ,সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়েত এর আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, ইসলামিক আন্দোলন বাংলাদেশ এর সভাপতি হাফেজ নুরুল ইসলাম প্রমুখ।প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সভাপতি তুহিন খান, বিএমএসএস এর সভাপতি মোঃ তারিকুল ইসলাম, ক্রিয়া সংস্থার সদস্য শেখ সুজন সহ আরও অনেকে।