কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হারিসুল বারী রনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার বিকেলে নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ ও নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি। এ সময় বিধি নিষেধ থাকায় কার্যালয়ের সামনে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা অবস্থান নেন। হারিসুল বারী রনি বলেন, চরমোনাই পীর রেজাউল করিম ও সকল গণমানুষের দোয়া নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করলাম। সময়মতো জমা করবো। আশা করি সবার সমর্থন পাবো।