রাণীনগরে পুকুরের মাটি বিক্রির অভিযোগে জরিমানা

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৬ পিএম
রাণীনগরে পুকুরের মাটি বিক্রির অভিযোগে জরিমানা

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে অনুমতি চাড়াই পুকুর সংস্কার ও মাটি বিক্রির অভিযোগে একজনকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এই অভিযান পরিচালনা করেন।

আদালতের বিচারক নাবিলা ইয়াসমিন জানান, উপজেলার কালীগ্রাম খন্দকারপাড়ার তছির উদ্দীনের ছেলে গোলাম কিবরিয়া অনুমতি ছাড়াই ভেকু মেশিন দিয়ে পুকুর সংস্কার এবং পুকুর ও পারের মাটি খনন করে বাহিরে বিক্রি করছেন,এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। নাবিলা ইয়াসমিন আরো জানান,অবৈধভাবে পুকুর সংস্কার এবং মাটি বিক্রি,ফসলি জমিতে অনুমতি চাড়াই পুকুর খননের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে