নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপি, জামায়াত ও বিএনএফ নেতাদের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এই আসনের নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ও মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেটের পক্ষে এবং আগের দিন এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী ঢাকা মহানগর জামায়াতের সুরা সদস্য মাওলানা মাহফুজুর রহমান এবং বিএনএফ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন সৈকত নিজে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
রবিউল আলম বুলেটের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল। এসময় সহ-সভাপতি ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী দুলাল, সাংগঠনিক সম্পাদক এস, এম, হান্নান, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের সহ-সভাপতি কাজী রওশন জাহান, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বাসস্ট্যান্ড বণিক সমিতির সভাপতি মনিরুল হক মনি, প্রার্থীর ভাই রকেট, হাতুড় ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আব্দুল গফুর, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বিশ্বাস বাদল, সাধারণ সম্পাদক এনামুল হক, চাঁন্দাশ ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক মাস্টার, উত্তরগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আজাদ হোসেন, এনায়েতপুর ইউনিয়ন বিএনপি নেতা মমতাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মতিবুল ইসলাম লিটন, ভীমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রাজা, চেরাগপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন জুয়েল, রাইগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, শাহাদৎ হোসেন শান্ত, গোলাম ইয়াজদানী শাম্মি, সাইদুর রহমান, ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন, সদস্য ইখতিয়ার উদ্দিন দুরন্ত, রুবেল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান জিল্লুর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জামায়াত প্রার্থীর সঙ্গে ছিলেন আসন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক উপজেলা আমীর শহীদুল ইসলাম ফারুক, উপজেলা আমীর আব্দুল আজিজ সুমন, উপজেলা নায়েবে আমীর রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি শেখ সাজ্জাদুল ইসলাম বাবু প্রমুখ।
উল্লেখ্য, নওগাঁ-৩ আসনে ধানের শীষের প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুলকে। মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেটের সমর্থকেরা জানান, এখানকার প্রার্থীতা পরিবর্তন করে বুলেটকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হবে বলে তারা আশা প্রকাশ করছেন।