অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু, দেশজুড়ে গ্রেপ্তার চার হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৭ পিএম
অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু, দেশজুড়ে গ্রেপ্তার চার হাজার ছাড়াল

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্য নিয়ে দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু’তে গ্রেপ্তারের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। যৌথ বাহিনীর এই বিশেষ অভিযানে বৃহস্পতিবার পর্যন্ত মোট চার হাজার ২৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে একযোগে অভিযান চালাচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধীদের আইনের আওতায় আনা এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখাই অভিযানের মূল লক্ষ্য।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় ২২ হাজার ৯৯০টি মোটরসাইকেল এবং ১৯ হাজার ৯০৪টি যানবাহন তল্লাশি করা হয়েছে। তল্লাশিকালে একটি শটগান, একটি বিদেশি রিভলবার, একটি পাইপগান, একটি এলজি, একাধিক ককটেল, গুলি, কার্তুজ এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসব ঘটনায় কয়েকজনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারও করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শুধু গত ২৪ ঘণ্টায় এই অভিযানে ৯৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন মামলায় ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও এক হাজার ৭৪ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল ককটেল, গুলি, গ্যাস সেল ও দেশীয় ধারালো অস্ত্র।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেখে এই অভিযান জোরদার করা হয়েছে। এর আগে সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-ওয়ান’ শুরু হয়েছিল। চলমান ফেজ-টু সেই অভিযানেরই সম্প্রসারিত অংশ।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলছেন, জননিরাপত্তা নিশ্চিত এবং অবৈধ অস্ত্র পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী মাঠে সক্রিয় রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে