খুলনা সিটি কর্পোরেশনের আওতাধীন পূর্ব রূপসা যাত্রী ছাউনির সরকারি পাবলিক টয়লেট এর ব্যবহারিত মটর পাম্প, কালেকশনের নগদ টাকা, ব্যাটারি এবং মূল্যবান ইলেক্ট্রনিক্স দামি জিনিসপত্র চুরির অভিযোগ উঠেছে।
এঘটনায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিটি কর্পোরেশন লিজ গ্রহীতা মনিরা বেগম ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২ জনের বিরুদ্ধে রূপসা থানায় লিখিত অভিযোগ করেছেন।
ঘটনার পর ওইদিন বিকেলে সিটি কর্পোরেশনের সম্পত্তি শাখার প্রধান সহকারী সরদার কালাম ও অফিস সহকারী শেখ জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। আনুমানিক লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে সিটি কর্পোরেশন সুত্রে জানা গেছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, বুধবার (১৭ ডিসেম্বর) আনুমানিক রাত আড়াইটায় পূর্ব রূপসা ঘাটের যাত্রী ছাউনির পাবলিক বাথরুম থেকে চর রূপসা এলাকার মৃত ছালামের ছেলে সুমন (১৯), বাগমারা এলাকার তুরুল (৪০) ও ইমন (২০) নামের তিন ব্যক্তি পাবলিক বাথরুমের ব্যবহারিত একটি মটর পাম্প এবং কালেকশনের নগদ আনুমানিক ১ হাজার টাকা ও জেনারেটর রুমের ১২ ভল্টের একটি ব্যাটারি এবং মূল্যবান অন্যান্য ইলেক্ট্রনিক্স জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়ার সময় বাগমারা একই এলাকার মৃত জাফর মিনার ছেলে অনিক মিনা (১৮) তাদের দেখতে পায়।
পরবর্তীতে অনিক মিনা অভিযোগকারী লিজ গ্রহীতাকে ও এলাকার লোকজনদের অবগত করলে পরে বিবাদীদেরকে ডাকলে তারা এলাকা থেকে পালিয়ে যায়। আপাতত পাবলিক টয়লেটটি পানিবিহীন ভাবে বন্ধ রয়েছে। ভবিষ্যতে বড় ধরনের কোন ক্ষতি হতে পারে বলে অভিযোগকারী আশঙ্কায় করছেন। এ বিষয়ে রূপসা বাসস্ট্যান্ড ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. একরামুল হক বলেন, শুনেছি থানায় লিখিত অভিযোগ হয়েছে। তবে অভিযোগটি হাতে পৌঁছালে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।