তারেক রহমানের প্রত্যাবর্তন

নেতাকর্মীদের ঢাকায় আনতে ৭ রুটে বিশেষ ট্রেন রিজার্ভ চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৫ পিএম
নেতাকর্মীদের ঢাকায় আনতে ৭ রুটে বিশেষ ট্রেন রিজার্ভ চায় বিএনপি

দীর্ঘ ১৮ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে দলটি। তাকে সংবর্ধনা জানাতে সারা দেশ থেকে বিপুলসংখ্যক ছাত্র-জনতা ঢাকায় আসবেন ধরে নিয়ে যাতায়াত নির্বিঘ্ন করতে সাতটি রুটে বিশেষ ট্রেন অথবা অতিরিক্ত বগি রিজার্ভের আবেদন করেছে বিএনপি।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রেল মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। চিঠিতে জানানো হয়েছে, বিএনপির পক্ষ থেকে সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বিভিন্ন রুটে ট্রেন রিজার্ভ করতে আগ্রহী দলটি।

বিএনপি জানিয়েছে, আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকায় ফিরছেন তারেক রহমান। ওই দিন বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি রাজধানীতে পৌঁছাবেন। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

দলের আবেদনে বলা হয়, তারেক রহমানকে সংবর্ধনা জানাতে কক্সবাজার, সিলেট, জামালপুর-ময়মনসিংহ, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর এবং কুড়িগ্রাম-রংপুর রুট থেকে ঢাকার দিকে যাত্রীচাপ বাড়তে পারে। সে কারণে এসব রুটে একটি করে বিশেষ ট্রেন অথবা অতিরিক্ত বগি বরাদ্দের প্রয়োজন রয়েছে।

এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বিএনপির গঠিত অভ্যর্থনা কমিটিও কাজ শুরু করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, “তারেক রহমানের দেশে ফেরাটা ঐতিহাসিক। এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আমরা সার্বিক প্রস্তুতি নিচ্ছি।”

দলীয় নেতারা মনে করছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে বড় জমায়েত হতে পারে। সে কারণে আগাম পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করাকে গুরুত্ব দিচ্ছে বিএনপি।

আপনার জেলার সংবাদ পড়তে