বরিশালে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৯ পিএম
বরিশালে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আব্দুল হাকিম হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মো. সেলিম বলেন, মরদেহ উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ফলপট্টি এলাকার ‘হোটেল পার্ক’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আব্দুল হাকিম হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের দক্ষিণ কাজলাকাঠি গ্রামের আরব আলী হাওলাদার ছেলে।

তিনি ওই প্রতিষ্ঠানটিতে গার্ড হিসেবে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটির কর্মচারীরা জানান, আব্দুল হাকিম দীর্ঘ চল্লিশ বছর ধরে হোটেলটিতে কাজ করতেন। গত কয়েকদিন ধরে তিনি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। 

হোটেলটির মালিক মাহমুদুল হাসান শাওন জানান, বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত নয়টার দিকে খাবার খেয়ে স্টাফ রুমে ঢ়ুকে আর বের হননি তিনি। পরে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। 

আপনার জেলার সংবাদ পড়তে