রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) সাইফুল ইসলাম ভুঞা। রাজশাহী মহিলা টিটিসি’র ইন্সট্রাক্টর মজিবর রহমানের সঞ্চালনায় সভায় পৌরসভার সার্বিক চিত্র উপস্থাপন করেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ডেপুটি টিম লিডার সামাউন আল নুর ও নগর পরিকল্পনাবিদ শেখ মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিন, জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল জব্বার, ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংবাদিক মামুনুর রশিদ মামুন, টিএলসিসি সদস্যবৃন্দ প্রমূখ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে কয়েকটি পরামর্শক প্রতিষ্ঠানের সহযোগিতায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ওটএওচ) এর আওতায় পৌরসভা মাস্টার প্ল্যান (গচ) প্রণয়নের প্যাকেজ এর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এদিকে গভার্নেন্স ইমপ্রুভমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট (জিআইসিডি) কন্সালটেন্সি সার্ভিস, আইইউজিআইপি এবং এলজিইডি এর সহযোগিতায় শহর সমন্বয় কমিটি (টিএলসিসি) এর সভা অনুষ্ঠিত হয়েছে।