কাপাসিয়ায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, মালামাল জব্দ

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৫০ পিএম
storage/2025/december/18/news/image_694430ec8936b-1766076652.jpg
গাজীপুরের কাপাসিয়ায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্সবিহীন দুটি অবৈধ ইটভাটায় মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা উচ্ছেদ অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধানদিয়া ও পোনাশাড়ি গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানুল ইসলাম। জানা যায়, উপজেলার সনমানিয়া ইউনিয়নের ধানদিয়া গ্রামের মোঃ হারুনের মালিকানাধীন‘মেসার্স আর এল বি’ এবং সিংহশ্রী ইউনিয়নের পোনাশাড়ি গ্রামের সাইফুল ইসলাম ও মামুনের মালিকানাধীন মেসার্স এমএসবি’ নামক ইটভাটা দুটি দীর্ঘ দিন ধরে কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানকালে ভাটা দুটির চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে। এছাড়া ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়। অভিযানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আরেফিন বাদল, সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, পরিদর্শক রকিবুল হাসান। পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। আইন অমান্যকারী কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না।
আপনার জেলার সংবাদ পড়তে