রাজধানীর কারওয়ার বাজারে অবস্থিত ইংরেজি পত্রিকা দ্যা ডেইলি স্টারের অফিসে হামলা-ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার পর এমন হামলার ঘটনা ঘটে।
এসময় দেখা গেছে, বিক্ষুব্ধ ছাত্র-জনতা ক্ষুব্ধ হয়ে ডেইলি স্টারের অফিস ভাংচুর চালায়। হামলার কিছুক্ষণ পর আগুন লাগিয়ে দেওয়া হয় প্রতিষ্ঠানটিতে।
এসময় বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে।
এর কিছুক্ষণ আগে বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রথম আলোর প্রধান কার্যালয়ে হামলা চালিয়ে নথি আগুনে পুড়িয়ে দেয়।
বিশেষ করে বৃহস্পতিবার রাত ৯টায় ইনক্লাব মঞ্চের ওসমান হাদির মৃত্যুর সংবাদে ক্ষুব্ধ হয়ে উঠে ছাত্র জনতা।