ঢাকাজুড়ে কড়া নিরাপত্তা, সতর্ক অবস্থানে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৯ পিএম
ঢাকাজুড়ে কড়া নিরাপত্তা, সতর্ক অবস্থানে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পর রাজধানীতে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি কঠোর করা হয়েছে। উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। নগরজুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা।

হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন স্থাপনায় বিক্ষুব্ধ জনতা হামলা, ভাঙচুর ও আগুন দেয়। এর পরপরই যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডি, ফার্মগেট, কারওয়ান বাজার ও শাহবাগ এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ে।

সরেজমিনে দেখা যায়, ফার্মগেটে ইংরেজি দৈনিক ডেইলি স্টার, কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো এবং ধানমন্ডিতে ছায়ানট ভবনে আগের রাতের হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর আশপাশের এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে।

দুপুরে প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর একদল বিক্ষোভকারী প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে ব্যাপক হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। ওই সময় ভেতরে থাকা অনেক সংবাদকর্মী অবরুদ্ধ হয়ে পড়েন।

হামলা থামাতে রাতে ডেইলি স্টার ভবনের সামনে গেলে নিউ এজ সম্পাদক এবং সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি নুরুল কবীরও বিক্ষুব্ধদের হাতে নাজেহাল হন। সে সময় তাকে লক্ষ্য করে আপত্তিকর স্লোগান দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগকালে ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন। দেশে প্রাথমিক চিকিৎসার পর সোমবার (১৫ ডিসেম্বর) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তার মৃত্যুর খবর আসে। এই ঘটনাকে কেন্দ্র করেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আপনার জেলার সংবাদ পড়তে