ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বার্ষিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ পরীক্ষা আয়োজন করা হয়।
গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. ফজলুল হক নয়ন জানান, ২০০৫ সাল থেকে নিয়মিতভাবে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। তিনি বলেন, “এ বছর উপজেলার মোট ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ২৪৪ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা নিয়ে কোনো ধরনের বৈষম্য থাকা উচিত নয়-এই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, “দীর্ঘ ২১ বছর ধরে এই বৃত্তি পরীক্ষা চালু রাখতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।”
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন অভিভাবক ও শিক্ষকরা। গজারিয়া উপজেলার কোমলমতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আয়োজকরা সকলের দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেছেন।