সাপাহারে জমি সংক্রান্ত বিরোধে বাড়ির সীমানায় কাঁটা তারের বেড়া

এফএনএস (মোঃ বাবুল আকতার; সাপাহার, নওগাঁ) : | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:২৩ পিএম
সাপাহারে জমি সংক্রান্ত বিরোধে বাড়ির সীমানায় কাঁটা তারের বেড়া

নওগাঁর সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির বসতবাড়ির সীমানায় কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরাও এবং টিনের ছাউনি ভাংচুরের অভিযোগ উঠেছে। গত ১৫ ডিসেম্বর (রোববার) সকালে উপজেলার তিলনা ইউনিয়নের চন্দুরা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী মোঃ দেলোয়ার হোসেন (৪৫) বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, চন্দুরা মৌজার আরএস ২২১ খতিয়ানভুক্ত ও ৫৫০, ৫৪৮ দাগের পৈত্রিক ও ক্রয়সূত্রে মালিকানাধীন ৩২ শতাংশ জমির একাংশে দেলোয়ার হোসেন দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন। কিন্তু বিবাদী একই গ্রামের মৃত আইন উদ্দীনের ছেলে মোঃ মাহাবুর রহমান (৪২), মোঃ মাসুদ রানা (৩৭) ও মোঃ মামুন (৩৫) দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি দখলের পাঁয়তারা ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

এরই ধারাবাহিকতায় গত ১৫ ডিসেম্বর ভোর আনুমানিক ৬টার দিকে বিবাদীগণ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দেলোয়ার হোসেনের বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে। তারা জোরপূর্বক বাড়ির সীমানায় কাঁটা তারের বেড়া দেয় এবং বাধা দিতে গেলে দেলোয়ার হোসেন ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে বিবাদীগণ বাড়ির প্রাচীরের টিনের ছাউনি ভাংচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। প্রাণভয়ে দেলোয়ার হোসেন পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন।

ভুক্তভোগী দেলোয়ার হোসেন বলেন, "আমি বৈধভাবে জমি ক্রয় করে দীর্ঘকাল ধরে ভোগদখল করছি। কিন্তু তারা গায়ের জোরে আমার ভিটেমাটি দখলের চেষ্টা করছে এবং আমাকে ও আমার পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে।"

এদিকে অভিযুক্তদের মধ্যে মোঃ মামুন কাঁটা তারের বেড়া দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, "দেলোয়ার হোসেন আমাদের মামা। তার সাথে আমাদের কোনো পূর্ব শত্রুতা ছিল না। কিন্তু তিনি আমাদের নামে আদালতে মাছ চুরির একটি মিথ্যা মামলা দিয়ে শত্রুতা সৃষ্টি করেছেন। আমরা আমাদের নিজস্ব সম্পত্তি মেপে সীমানা নির্ধারণ করে ঘিরে নিয়েছি, কারো জমি দখল করিনি।"

সাপাহার থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে চাপা উত্তেজনা বিরাজ করছে।