মৌলভীবাজারের কমলগঞ্জে " ইনকিলাব মঞ্চের " মুখপত্র শহীদ শরীফ ওসমান হাদী সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে কমলগঞ্জে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল - কমলগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মো. আব্দুর রবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর)ভানুগাছ বাজারে কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগ কতৃক আয়োজিত বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মো. আব্দুর রব, কমলগঞ্জ উপজেলা জামায়াতে আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়া, সেক্রেটারী এড. মো. কামরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি জুবায়ের খাঁন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে হাদী হত্যায় জড়িতদের গ্রেফতার করে বিচার সুনিশ্চিত করতে হবে এবং যারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে এই সমস্ত ফ্যাসিস্ট কুলাঙ্গারদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে আগামী দিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ভূমিকা পালন করতে হবে।