ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে কাউখালীতে বিক্ষোভ মিছিল

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:২৬ পিএম
ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে কাউখালীতে বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পিরোজপুরের কাউখালী উপজেলায় শহরে শুক্রবার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে কাউখালী উপজেলা বিএনপি ও সর্বস্তরের ছাত্র জনতা আলাদা আলাদা ভাবে মিছিল বের করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। সর্বস্তরের ছাত্র জনতার সমাবেশের বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম আজাদ, সরকারি অধ্যাপক হুমায়ুন কবির।

আপনার জেলার সংবাদ পড়তে