চিরিরবন্দরে হাদিকে হত্যার প্রতিবাদ ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৭ পিএম
চিরিরবন্দরে হাদিকে হত্যার প্রতিবাদ ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

দিনাজপুরের চিরিরবন্দরে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বাদ জুম'আ এলাকাবাসীর অংশগ্রহণে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার রানীরবন্দরেরর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এসময় বিক্ষোভকারীরা 'আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তুমি কে ? আমি কে ? হাদি হাদি'সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। পরে সুইহারিবাজার চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় মোঃ আব্দুস সবুর, মোঃ জোবায়দুর রহমান, শাইখ মোঃ শফিকুল ইসলাম, মোঃ ওমর ফারুক প্রমূখ বক্তব্য রাখেন। 

এসময় হাদির হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ও ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

অপরদিকে দুপুর ২ টায় উপজেলার ঘুঘুরাতলী মোড়ে একই দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সোহেল সাজ্জাদ, সৈকত হোসেন প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে