মণিরামপুরে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ইউনিয়নের সাধারণ সভা

এফএনএস(জি এম ফারুক আলম, মণিরামপুর, যশোর) : | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৪ পিএম
মণিরামপুরে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ইউনিয়নের সাধারণ সভা

যশোরের মণিরামপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) লিমিটেডের ১৭তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা সমবায় অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন। শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন মণিরামপুর শাখার চেয়ারম্যান আশফাকুল ইসলাম নান্নু'র সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন কালবের খুলনা গ-অঞ্চলের ডিরেক্টর শেখ শহিদুল ইসলাম। শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন মণিরামপুর শাখার সেক্রেটারি ফিরোজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ক্রেডিট ইউনিয়নের মেহেরপুর জেলা ব্যবস্থাপক সুজয় কুমার বসু, যশোর জেলা ব্যবস্থাপক পীযুষ কান্তি সরকার, মণিরামপুর শাখার সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান জেসি, রুপালি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সাজ্জাদ হোসেন, মণিরামপুর প্রেসক্লাবের সহসভাপতি জি এম ফারুক আলম প্রমুখ। আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসেন ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন। আলোচনা সভা শেষে ছয়জন মেধাবী কৃতি শিক্ষার্থীদের ক্রেডিট ইউনিয়নের পক্ষ থেকে অতিথিবৃন্দ পড়ালেখার খরচ হিসেবে উপবৃত্তি প্রদান করেন। আলোচনা অনুষ্ঠানের পূর্বে উপস্থিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে