শরীফ ওসমান হাদীর হত্যায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের শোক ও নিন্দা

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৪ পিএম
শরীফ ওসমান হাদীর হত্যায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের শোক ও নিন্দা

শরীফ ওসমান হাদীর নির্মম হত্যাকাণ্ডে গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। সংগঠনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম. জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এক যৌথ বিবৃতিতে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিশ্বব্যাপী আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বের প্রভাব বাংলাদেশেও পড়ছে, যার ফলে ক্ষমতাকেন্দ্রিক সংঘাত ও রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। এর ধারাবাহিকতায় দেশে হত্যা ও খুনের রাজনীতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

তারা অভিযোগ করেন, সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থরক্ষায় বিভিন্ন প্রতিক্রিয়াশীল গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। এসব তৎপরতার ফলে শ্রমিক-কৃষক-জনগণের ওপর শোষণ-নির্যাতন বৃদ্ধি পাবে এবং দেশ ও জনজীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট চলমান পরিস্থিতির বিপরীতে সকল সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র নস্যাৎ করে শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠা এবং সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আহ্বান জানায়।

আপনার জেলার সংবাদ পড়তে