ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদীর খুনীদের অবিলম্বে গ্রেফতার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিরলে দিনব্যাপী অবরোধ ও পিকেটিং এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিরল বাজারের বকুলতলা তিন শহীদ চত্ত্বরে ও বিরল রেল গেটে রেলপথে পিকেটিং এর মাধ্যমে অবরোধ কর্মসূচি পালন করে সর্বস্তরের জনতা। বিকালে বকুলতলা মোড় হতে বিক্ষোভ মিছিল পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পূণরায় বকুলতলা তিন শহীদ চত্ত্বরে বক্তব্য রাখেন ২৪ এর জুলাই আন্দোলনকারী ইসমাইল হোসেন, আব্দুল রাব্বী, হারুনুর রশিদ, মুজাহিদ হোসেন, মন্টুসহ অনেকে।
বক্তারা বলেন, ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির নীল নক্সায় পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদীকে শহীদ করা হয়েছে। শরীফ ওসমান হাদীকে গুলি করে ভারতে পালিয়ে যাওয়া ঘাতকদেরকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যান্য জুলাইযোদ্ধাসহ দেশের সকল নাগরিকের সুরক্ষায় রাষ্ট্রকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সাথে পতিত ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের অপতৎপরতা রোধে ঐক্যবদ্ধ হতে হবে।
এছাড়াও শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে জুমআ’র নামাজ শেষে প্রতিটি মসজিদে মুনাজাত করা হয়।