হাদি হত্যার বিচারের দাবিতে চাঁদপুরে সড়ক অবরোধ ও ডিসি'র বাসভবন ঘেরাও

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৬ পিএম
হাদি হত্যার বিচারের দাবিতে চাঁদপুরে সড়ক অবরোধ ও ডিসি'র বাসভবন ঘেরাও

জুলাই আন্দোলনের সম্মুখসারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে চাঁদপুরেও বিক্ষোভ মিছিল সমাবেশ,সড়ক অবরোধ এবং জেলা প্রশাসকের বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার(১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে এনসিপি,গণঅধিকার পরিষদ ও বিভিন্ন ইসলামি সংগঠনের নেতাকর্মী এবং জুলাই আন্দোলনের ছাত্র জনতা চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড, বাইতুল আমীন মসজিদ চত্বরসহ সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এক পর্যায় ক্ষুব্দ ছাত্র জনতা চাঁদপুর জেলা প্রশাসকের বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করে। বিক্ষোভের শুরুতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। এ সময় তারা ‘আমি কে তুমি কে, হাদি হাদি’, ‘আমার সোনার বাংলায়, খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’-এমন স্লোগান দেন।দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত স্লোগানে চাঁদপুরের রাজপথ উত্তপ্ত হয়ে ওঠে। 

একপর্যায়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা কে শান্ত থাকার আহ্বান জানিয়ে তাদের সাথে কথা বলেন চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

তিনি তাদের আশ্বস্ত করে বলেন, হাদি পৃথিবীর ছেড়ে চলে গেছে। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আশা করব বিচারকেই প্রক্রিয়ায় কোন দোষর কোন ফাঁকফোকর না পায়।আইনি ব্যবস্থায় এ হত্যাকাণ্ডের বিচার হোক।

তিনি বলেন, হাদির আত্মাকে ফেরাতে পারবো না, চোখের পানি ফেলতে পারব। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। 

এর আগে বৃহস্পতিবার রাতে জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন ছাত্র জনতা। তারা শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে চাঁদপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।

ঘটনার প্রতিবাদে চাঁদপুর জেলা আওয়ামীলীগ অফিসে মধ্যরাতে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এই কর্মসূচির মাধ্যমে জনগণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ থামবে না, শহীদের রক্ত কোনোদিনই বৃথা যেতে দেওয়া হবে না।

এদিকে, ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহবাহী বিমান। শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুরে থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি দেশে পৌঁছায়।

গত ১২ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকার বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আগামী সংসদ নির্বাচনের জন্য ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি।

প্রথম ধাপে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হয় তাকে। এরপর ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনদিন চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে