কুষ্টিয়ার দৌলতপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবসওজাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় ব্যানার সহ একটি বর্ণাঢ্য রেলি উপজেলা পরিষদ পদক্ষিন শেষে উপজেলা কনফারেন্স রুমে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রদীপ কুমার দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন),পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃকাবিল উদ্দিন, জেলা কর্মসংস্থানও জনশক্তি অফিসের প্রতিনিধি মোঃসাগর,আলী,
নারীওমুক্তি সংস্থার প্রতিনিধি আব্দুর রাজ্জাক, আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক,ব্যাংকের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি,প্রবাসী পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।